বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের পক্ষে রাজধানীতে সমাবেশ
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে রাজধানীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনের এ সমাবেশ থেকে অভিযোগ করা হয়, বিএনপি-জামায়াত বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র বাতিলের ষড়যন্ত্র করছে।
সমাবেশের ব্যানারে আয়োজক কোনো সংগঠনের নাম ছিল না। শুধু লেখা ছিল, ‘সাধারন মানুষকে পুঁজি করে বাঁশখালিতে বিদ্যুৎ কেন্দ্র বাতিলে জামাত-বিএনপির ষড়যন্ত্র রুখে দিন। প্রতিবাদ সমাবেশ : সকাল ১১.০০। স্থান : জাতীয় প্রেসক্লাব।’
সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ রায়। বেশ কিছু তরুণ সমাবেশে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন সাংবাদিক অঞ্জন রায়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাধারণ মানুষকে পুঁজি করে বাঁশখালীতে সরকারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত করতে চায় বিএনপি-জামায়াত। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা ষড়যন্ত্রকারীরা চায় না।
এ ছাড়া বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সাম্প্রতিক সহিংসতায় চারজন নিহতের ঘটনায় জড়িতদের যথাযথ বিচার দাবি করা হয় মানববন্ধন থেকে।
এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড নামে একটি কোম্পানি সরকারের সঙ্গে চুক্তি করে গণ্ডামারা এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছিল। দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছিল এলাকাবাসী। গত ৪ এপ্রিল তারা রাস্তায় বিক্ষোভ করলে পুলিশ গুলি চালায়। এতে চারজন নিহত হন।