‘হেইগুলাও তো ড্রপ আউট’
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটকে উদ্দেশ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “ছাত্রসমাজের বিপক্ষে আপনারা অবস্থান নিয়েছেন। তাদের পরীক্ষা হতে দেবেন না। আপনারা বলতেই পারেন, ‘কিসের পরীক্ষা?’ আপনাদের তো পরীক্ষা লাগে না। এইট পাস করলেই তো প্রধানমন্ত্রী হওয়া যায়। তো, এসএসসি পরীক্ষার দরকার কী? আর বাকি যেইগুলা আছে, হেইগুলাও তো ড্রপ আউট।”
আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন সুরঞ্জিত। তিনি বলেন, ‘আজকে সারা দেশ পরীক্ষার পক্ষে, ছাত্রসমাজের পক্ষে অবস্থান নিয়েছে, আমাদের সরকারও অবস্থান নিয়েছে; সরকারের সঙ্গে গণমানুষ হিসেবে আমরা এই পরীক্ষার পক্ষে অবস্থান নিয়েছি। ৬ ফেব্রুয়ারি থেকে আগামী মার্চের ১০ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে।’
সংলাপ সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কয়ডা পেট্রল বোমা মেরে, কয়ডা মানুষ মেরে আপনারা সংলাপ আদায় করতে পারবেন না। আপনারা আজকে যে পথে গেছেন, এটি হচ্ছে টেররিজমের পথ। গণতন্ত্র এবং সন্ত্রাস, গণতন্ত্র এবং সহিংসতা, গণতন্ত্র এবং নাশকতা সহাবস্থান হয় না। গণতন্ত্রের সহাবস্থান শান্তি এবং আলোচনা। আলোচনা করার জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে।’
খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘আপনারা দেখেছেন, গতকালই সৌদি আরব এ দেশে যে আমাদের জন্য সুখবর বয়ে এনেছে, আমাদের দেশ থেকে আবার তারা লোক নেবে। এটি একটি ভালো কথা। আপনি কী ভাবেন, আর আপনার সৌদি আরব কী ভাবে, আপনি বুঝতে পারছেন? সুতরাং আমি মনে করি, এই প্রতিহিংসার আন্দোলন, মানুষ মারা আন্দোলন, মানুষকে পুড়িয়ে মারার এই নৃশংস-নিকৃষ্ট আন্দোলনের পরাজয় অবশ্যম্ভাবী। জনগণের বিজয় অপরিহার্য।’
বিএনপির বর্তমান আন্দোলন কর্মসূচির সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সত্তরে নির্বাচন করেছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ মুক্ত করেছি। পরবর্তীকালে চোরাগোপ্তা এইগুলো করে এটাকে আন্দোলন বলে না, এটাকে সংগ্রাম বলে না। এটা আমাদের জাতীয় আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যের পরিপন্থী। এটা রাজনীতি নয়, এটা অপরাধনীতি। আজ আপনারা দেখতে পাচ্ছেন, সর্বশেষ যে অবস্থা এসে পৌঁছেছে খালেদা জিয়ার ২০ দল এখন ছাত্রসমাজকে প্রতিপক্ষ করেছে। আমাদের সব আন্দোলনের মূলেই ছিল ছাত্রসমাজ; ছাত্রসমাজকে অবলম্বন করেই আমরা আন্দোলন করেছি। কিন্তু ছাত্রসমাজকে প্রতিপক্ষ করে আন্দোলন করার এই বীভৎস এবং উৎকট রাজনৈতিক দর্শন, এটা খালেদা জিয়া নিয়ে এসেছে।’