হাজি সেলিমের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ খোকনের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থী হাজি সেলিমের বিরুদ্ধে প্রচার-প্রচারণা ও অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন খোকন।
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বলেন, ‘আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। নির্বাচনের সময়সীমা যেটা প্রচারণার রয়েছে, সেই সময়সীমার আগে যদি কেউ প্রচারণা করে কিংবা অস্ত্রশস্ত্র নিয়ে ভয়-ভীতি ও সন্ত্রাসের সৃষ্টি করে, একজন প্রার্থী হিসেবে অভিযোগ দাখিল করার অধিকার আমার রয়েছে। সেই অধিকারের পরিপ্রেক্ষিতে আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আমি আশা করছি, নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
সাঈদ খোকন আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার সম্পূর্ণরূপে আস্থা আছে। যদি কেউ অস্ত্রশস্ত্র নিয়ে গুন্ডামি করে, ডাকাতি করে কোনো কিছু করার চেষ্টা করে, আমার এই কমিশনের প্রতি একশ ভাগ আস্থা আছে, তারা অবশ্যই ব্যবস্থা নেবে।’
নির্বাচন কমিশনের কাছে এখনো ব্যক্তিগত নিরাপত্তা চাননি জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘যদি প্রয়োজন হয়, তবে একজন প্রার্থী হিসেবে ব্যক্তিগত নিরাপত্তা চাওয়ার অধিকার আমার রয়েছে, সেটা অবশ্যই চাইব।’
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজ। সাঈদ খোকন মনোনয়নপত্র সংগ্রহ করার কিছু পরে হাজি সেলিম কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তিনি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করবেন।
আওয়ামী লীগ থেকে সমর্থন না দিলেও তিনি নির্বাচন করবেন বলেও জানান হাজি সেলিম।
এ ছাড়া আজ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে চিত্রনায়িকা ও সংসদ সদস্য সারাহ বেগম কবরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অনির্ধারিত আলোচনায় সিনিয়র মন্ত্রীদের কেউ কেউ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী নিয়ে মতামত দেন। বেশ কয়েকজন মন্ত্রী বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আমরা হাতছাড়া করতে চাই না। এখানে প্রার্থী হিসেবে হাজি সেলিমই যোগ্য, তাঁকে মনোনয়ন দিলে এ নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ করার সম্ভাবনা বেশি।’ তা ছাড়া হাজি সেলিম লোক হিসেবেও মন্দ নন বলে মত দেন তাঁরা।
বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলে এসব কথা জানা যায়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যবসায়ী আনিসুল হক এবং সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনের নাম চূড়ান্ত করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ দুই প্রার্থীর সঙ্গে গণভবনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানা গেছে।