সবকিছু আইনের মাধ্যমে পরিচালিত করছি : শিল্পমন্ত্রী
পিছিয়ে থাকার কারণগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করলেই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ শনিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আজকে আমরা সবকিছু আইনের মাধ্যমে পরিচালিত করছি। বিদেশে কিন্তু সবকিছু আইনের মাধ্যমে পরিচালিত হয় না। ইংল্যান্ডের সংবিধান কয় পাতা? এমনিভাবে আমরা যদি বিশ্বের বহু দেশের বহু জিনিস অনুকরণ করি, অনুসরণ করি তাহলে আমরা বুঝব আমরা কত পিছিয়ে আছি।’
আগামী দিনে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে উল্লেখ করে আমির হোসেন আমু আরো বলেন, ‘এসব পিছিয়ে থাকার কারণগুলো চিহ্নিত করেই নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। সবাই মিলে এগুলো বাস্তবায়ন করলেই দেশ ও জাতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব।’
এ সময় মাদক থেকে শিক্ষার্থী ও যুবসমাজকে মুক্ত করতে হবে মন্তব্য করে শিল্পমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুবসমাজ আজ ইয়াবায় আসক্ত হচ্ছে। বর্তমানে সংক্রামক ব্যাধির মতো মাদক ছড়িয়ে পড়ছে।
অভিভাবকদের অসচেতনতাই তরুণ সমাজের মাদকাসক্তির জন্য দায়ী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গণসচেতনতার অভাবে এগুলো হচ্ছে। একটি ছেলে যখন ইয়াবায় আসক্ত হয়, তখন সেই ছেলেটা প্রথমে নিজেকে ধ্বংস করে, তারপর পরিবারকে ধ্বংস করে, তারপর সে সমাজকে দূষিত করে।’
সুস্থ ও নিরাপদ থাকতে হলে শিক্ষার্থী ও যুবসমাজকে মাদকের গ্রাস থেকে মুক্ত হতে হবে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলাম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, গণস্বাক্ষর অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক রাজশ্রী গাইন ও অনুষ্ঠান সমন্বয়কারী হেমায়েত উদ্দিন হিমুসহ ঝালকাঠির সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্পিড ট্রাস্ট ও গণস্বাক্ষর অভিযান’ এ মতবিনিময় সভার আয়োজন করে।