জুবায়েরের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আয়োজিত ওই মানববন্ধন থেকে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হকের আদালতে জুবায়ের হত্যা মামলার এ রায় ঘোষণা করার কথা রয়েছে।
২০১২ সালের ৮ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। একই বছর এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রকে আসামি করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মীর শাহিন শাহ। নিহত জুবায়ের ও আসামিরা সবাই ছাত্রলীগের কর্মী। গত ২৮ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন বিচারক এ বি এম নিজামুল হক।