দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত : নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপির
ফরিদপুরে দুই পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
আজ রোববার বিকেলে ফরিদপুর শহরের আলীপুর বান্ধবপল্লিতে (হরিজনপল্লি) মানিক জমাদ্দারের স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিএনপি নেতা এই দাবি জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সহসভাপতি জাফর বিশ্বাস, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।
ফরিদপুরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়ার সড়ক থেকে গত শুক্রবার মানিক জমাদ্দার ও ভারত জমাদ্দার নামের দুজন পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। উভয়ে ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।