তনু হত্যা : দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার বিকেলে কুমিল্লা সিআইডি কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা ও শারমিন সুলতানাকে এই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উভয়কে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি কার্যালয়ে থেকে বের হয়ে কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য নয়, তদন্তের ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের ডেকেছে।’ তিনি আরো বলেন, ‘উনারা এ বিষয়টা বুঝতে চেয়েছেন। আমাদের সঙ্গে আলোচনা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদনে কী লেখা আছে তা বুঝতে চেয়েছেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামদা প্রসাদ সাহা বলেন, ‘দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন কবে আসবে তা এখনই বলা যাচ্ছে না। যেহেতু এটা আমাদের হাতের বাইরে।’
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে কলেজ ছাত্রী তনুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পর মামলার তদন্তভার বর্তমানে সিআইডির কাছে ন্যস্ত।