আপাতত দুই সপ্তাহের মজুরি পাচ্ছেন পাটশ্রমিকরা
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জানিয়েছেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিজস্ব তহবিল থেকে আগামীকাল বুধবার শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা হবে। মির্জা আজম বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়া বরাদ্দ (এক হাজার কোটি টাকা) হাতে পাওয়ার পর শ্রমিকদের সব বকেয়া মজুরি পরিশোধ করে দেওয়া হবে।’
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাটকল শ্রমিকদের সঙ্গে আয়োজিত এক সভা শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকল শ্রমিকদের সব বকেয়া মজুরি ও ভাতা আগামী পহেলা বৈশাখের আগে প্রদান করার নির্দেশনা দিলেও অর্থমন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ পেতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
মির্জা আজম বলেন, ‘পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধ, পাট খাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ,পাটকলগুলোকে উৎপাদনমুখী করতে ও যথাসময়ে পাট ক্রয়ের জন্য বিজেএমসিকে গতকাল সোমবার এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালের সভায় বাংলাদেশের পাট খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রিসভার সকল সদস্য পাট খাতের সব সমস্যার বিষয়ে অত্যন্ত আন্তরিক। অর্থমন্ত্রণালয় থেকে এ অর্থ পেতে কিছু দিন সময় লাগবে।’
মির্জা আজম বলেন, ‘রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণার পরও যেসব শ্রমিক আন্দোলন অব্যাহত রেখেছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘোষণার পরও খুলনা অঞ্চলের বিভিন্ন জায়গায় শ্রমিকরা আন্দোলন অব্যাহত রাখেন, যা মোটেও কাম্য নয়। তাই সবাইকে অনুরোধ করছি, আন্দোলন ছেড়ে আগামীকাল বুধবার থেকে কাজ শুরু করেন। তা না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মির্জা আজম আরো বলেন, ‘যারা আন্দোলন করছেন তাঁরা সবাই পাট পরিবারের সদস্য। আসুন সবাই মিলে সোনালি আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত এবং জনপ্রিয় করে পাট চাষিদের সোনালি স্বপ্নপূরণে কার্যকর ভূমিকা রাখি।’
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ুন খালেদ, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।