ক্ষমতাসীন দলের তাণ্ডবে গ্রামে গ্রামে আতঙ্ক : রিজভী
তৃতীয় ও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দলের তাণ্ডবে সারা দেশের গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
প্রথম দুই ধাপের মতো পরের দুই ধাপের নির্বাচনও দখলে নিতে সরকারদলীয় সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থী-সমর্থকদের ওপর হামলার পাশাপাশি ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
ব্যাপক অনিয়ম ও সহিংসতা হলেও শুধু চাকরি বাঁচানোর জন্য নির্বাচন কমিশন সব অনাচার ও জালিয়াতিকে বৈধতা দিচ্ছে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ।
সম্প্রতি প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বেশির ভাগ ইউপিতে জয় পান। ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি নির্বাচন হওয়ার কথা রয়েছে।