নাছিরকে জয়ী করার আহ্বান গণপূর্তমন্ত্রীর
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে জয়ী করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, নাছিরকে বিজয়ী করতে পারলে চট্টগ্রামের দুঃখ ‘জলাবদ্ধতা’ চিরতরে দূর করা হবে। আগামী দিনের মেয়রকে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে ‘স্বপ্নের শহর’ করার পরিকল্পনাও সরকারের আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন মোশাররফ হোসেন। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ।
বিনয়ের সঙ্গে প্রত্যেক ভোটারের কাছে যেতে নেতাকর্মীদের পরামর্শ দিয়ে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, শুধু সালাম দিয়ে আর মিছিল-সমাবেশ করে ভোট চাইলেই ভোটাররা ভোট দেবেন না। এ সময় তিনি রিজার্ভ ভোটের আশা ছেড়ে নেতাকর্মীদের আরো বিনয়ী হওয়ার কথা বলেন।
মেয়র প্রার্থী আ জ ম নাছির বলেন, ‘মেয়র নির্বাচনে কোনো বিপর্যয় হলে বিএনপি-জামায়াতের মিথ্যাচার বিশ্বদরবারে গ্রহণযোগ্যতা পাবে। আমি ব্যক্তিগতভাবে পরাজিত হব না, আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার প্রচণ্ড চাপের মধ্যে পড়বে।’ এসব মাথায় রেখে নির্বাচনে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘জনপ্রিয়তা যাচাই করতে বিএনপির সিটি করপোরেশন নির্বাচনে আসা দরকার। বিগত দিনে দেশের বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের জয়ের পর পেট্রলবোমা ও মানুষ খুনে তাঁদের কতটুকু জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, তা নির্বাচনের মাধ্যমে যাচাই করা সম্ভব। এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে হরতাল-অবরোধ ও নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বের হয়ে আসার সুযোগ সৃষ্টি হলো।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, উত্তর জেলা সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দিন, উত্তর জেলা সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।