বাঁশখালীর নিহতদের পরিবার পেল ১৫ লাখ টাকা
বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রতিবাদ মিছিলে গুলিতে নিহত প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন গণ্ডামারা গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় এ ঘটনায় আহত ১১ জনের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত আরো ৪৭ পরিবারকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
এ সময় জেলা পুলিশ সুপার এম হাফিজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, এস আলম গ্রুপের পরিচালক শহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
গণ্ডামারা গ্রামে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের অর্থায়নে এস আলম গ্রুপের মালিকানায় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। গত ৪ এপ্রিল এ প্রকল্পের বিরোধিতা করে এলাকাবাসীর সমাবেশে হামলার ঘটনায় চারজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়।
এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে সাড়ে ছয় হাজারের অধিক মানুষকে।