মেয়র মান্নানের নামে গাড়ি পোড়ানো মামলা
গাজীপুর চৌরাস্তায় গাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে। এ সময় তিনি ছাড়া ৩৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে ওই মামলার আসামি হিসেবে দেখানো হয়। এঁরা সবাই বিএনপির নেতা-কর্মী।
গতকাল শুক্রবার গাজীপুর চৌরাস্তায় একটি বাসে আগুন লাগার ঘটনায় আটক করা হয় মেয়র মান্নানকে । পরে রাতে ওই ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলাটির বাদী জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম জানান, গাড়ি পোড়ানোর অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার যেকোনো সময় আসামিদের গাজীপুর আদালতে হাজির করা হবে।
গতকাল সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের ভান্নারা এলাকা থেকে অধ্যাপক এম এ মান্নানসহ ১০ জনকে গাজীপুর ডিবি পুলিশ আটক করে। রাত ১১টার দিকে ডিবি পুলিশ তাদের জয়দেবপুর থানায় নিয়ে যায়।
তবে ঘটনার পর পরই জয়দেবপুর থানাধীন ভোগড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন লাগে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন।
অধ্যাপক মান্নান ২২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।