ইউপি নির্বাচনে ইসি ও সরকার প্রশ্নবিদ্ধ : হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘ইতিমধ্যে দুই দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হয়েছে, তাতে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে।’ তিনি আরো বলেন, ‘যদি সরকার ও নির্বাচন কমিশন আগামী ২৩ তারিখের নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হয় তবে তার দায়ভার তাদেরই নিতে হবে।’
ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় হান্নান শাহ এ কথা বলেন। উপজেলার সাফাইশ্রী বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
হান্নান শাহ বলেন, ‘পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় আগামী জাতীয় নির্বাচন এ নির্বাচন কমিশনের অধীনে না করে, পৃথিবীর অন্যান্য গোলযোগপূর্ণ এলাকায় বা যেখানে গণতান্ত্রিক অধিকার নাই সেখানে যেমন জাতিসংঘের মাধ্যমে নির্বাচন হয় সে রকম করার ব্যাপারে কানাঘুষা শুরু হয়েছে।’
হান্নান শাহ আরো বলেন ‘এখন সরকারকে প্রমাণ করতে হবে যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে। কারণ সরকারের মনে ভয় আছে।’ তিনি আরো বলেন, উপজেলার সনমানিয়া ইউনিয়নে উপজেলা পরিষদের প্রতিনিধি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সন্ত্রাসী বাহিনী নিয়ে পুরো ইউনিয়ন চষে বেড়ান এবং বিএনপির কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন।’ ঘাগুটিয়া ও চাঁদপুরে মোটরসাইকেল মহড়া দিয়ে আচরণবিধি ভঙ্গ হচ্ছে বলে জানান তিনি।
হান্নান শাহ বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, তা কাপাসিয়াতেও হওয়ার আশঙ্কা আছে। এ মুহূর্তে উপজেলার ৩৫টি কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ।’
হান্নান শাহ আরো বলেন, ‘সরকার বিগত সময়ে যেমন সংবাদপত্রের বাক-স্বাধীনতায় বিশ্বাস করে না, বর্তমানেও শফিক রেহমানকে গ্রেপ্তার করার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফ ম এমদাদুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার ও করিম বেপারী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, উপজেলা বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সেলিম হোসেন আরজু প্রমুখ।