বুলুসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
মামলার উল্লেখযোগ্য বাকি আসামিরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৬ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বরকত উল্লাহ বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি অভিযোগপত্র দাখিল করেন। পরে সিএমএম আদালতের বিচারক মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন।
২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ ক্ষমতা আইনে এসআই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।