সাত খুন : পরবর্তী জেরা ও সাক্ষ্য ২৫ এপ্রিল
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার পরবর্তী জেরা ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে জেরা এবং সাক্ষ্য গ্রহণ শেষে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ দিন নির্ধারণ করেন। এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেরা ও সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, আজ দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও মো. মিজানুর রহমান রিপন। সেই সঙ্গে মো. আবদুস সালাম ছাড়া বাকি পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
আজ সাত খুনের দুটি মামলার একটির বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং এসআই মো. মিজানুর রহমান ও মিজানুর রহমান রিপন ও ইউসুফের সাক্ষ্যগ্রহণের কথা ছিল। কিন্তু আদালত দুজনের সাক্ষ্যগ্রহণ করেন। এ ছাড়া সাক্ষ্য দিতে এসআই আবু হানিফ, নিহত আইনজীবী চন্দন সরকারের সহকর্মী অ্যাডভোকেট প্রীতম কুমার, কনস্টেবল আবদুল কুদ্দুস, আবু তাহের, নিহত নজরুলের শ্যালক ও ছোট ভাই সাইদুল ইসলাম এবং মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে মো. আবদুস সালামের সাক্ষ্য গ্রহণ করা হয়নি।
২০১৪ সালের ২৭ এপ্রিল আদালতে একটি মামলার হাজিরা শেষে ফেরার পথে চার সহযোগীসহ প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আদালতের কাজ শেষে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার বাড়ি ফেরার পথে লিংক রোডের একই জায়গা থেকে একই সময়ে অপহৃত হন। অপহরণের তিনদিন পর শীতলক্ষ্যা থেকে ছয়জন, পরদিন আরো একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা হয়।