বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী
জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী শিনসুকে সুগিয়ামা আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন। প্রথমবারের মতো আয়োজিত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক বৈঠকে যোগ দেবেন তিনি।
আজ সোমবার পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এই সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হবে বলেও এতে বলা হয়েছে।
গত বছর ঢাকা-টোকিও সফর করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে পররাষ্ট্রসচিব পর্যায়ে নিয়মিত বৈঠকের ব্যাপারে সম্মতি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এরই ধারাবাহিকতায় জাপানের উপপররাষ্ট্রমন্ত্রীর এই সফর।
বিজ্ঞপ্তিতে শহীদুল হক বলেন, ‘২০১৪ সালের মে মাসে শেখ হাসিনার জাপান সফরে দুই দেশের সংহত অংশীদারিত্ব গড়ে উঠেছে, এটি একটি গুরুত্বপূর্ণ দিক।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক পর্যায়ের বৈঠক ভবিষ্যতে নিয়মিত অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব এম আবুল কালাম আজাদের সঙ্গে শিনসুকে সুগিয়ামা সাক্ষাৎ করবেন।