নাছিরের ‘টার্গেট’ তুলে ধরলেন পুলিশ কমিশনার
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের ‘টার্গেট’ তুলে ধরলেন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। তিনি বলেছেন, জলাবদ্ধতা দূর করার টার্গেট দিয়েছেন নাছির, যা নিয়ে পুলিশ আগেই কাজ শুরু করেছে।
আজ বুধবার সকালে নগরীর সদরঘাটে এলাকাবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার এ কথা বলেন। সদরঘাট থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।
আবদুল জলিল মণ্ডল বলেন, ‘আ জ ম নাছির উদ্দিন সাহেব। ওনার একটি মাত্র এজেন্ডা। সেটি হচ্ছে ড্রেন এবং ড্রেন। ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা। জলাবদ্ধতা নিরসন। একটি মাত্র টার্গেট কিন্তু তিনি দিয়েছেন। এ কাজটি তাঁর প্রথম প্রায়োরিটি (অগ্রাধিকার) পাবে। খেয়াল করতে হবে যে এ কাজটি শুরু করেছিলাম আমরা (পুলিশ)। ওনারা এসে যদি দায়িত্ব নেন তবে আলহামুলিল্লাহ, আমাদের দায়িত্ব শেষ। ওনারা শুরু করবেন।’
পুলিশ কমিশনার আরো বলেন, ‘নগরবাসী কাকে নির্বাচন করবেন আমি জানি না। যাকেই নির্বাচন করেন আপনারা শহর যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারেন। এ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যেন অন্য কোনো ভাড়াটিয়া বাহিনীর দরকার না হয়।’
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান, বনজ কুমার মজুমদারসহ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলার প্রার্থীরা বক্তব্য দেন।