আবারও বরখাস্ত মেয়র এম এ মান্নান
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকার পরও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে এম এ মান্নানকে বরখাস্ত করল সরকার।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু জনাব এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার মামলা নং ৯(১)১৪-এর অভিযোগপত্র বিজ্ঞ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ, গাজীপুর কর্তৃক গত ০২/০৯/২০১৬ খ্রিস্টাব্দ তারিখে গৃহীত হয়েছে। এবং যেহেতু জনাব এম এ মান্নানের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তাঁর দ্বারা মেয়র এর ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ হতে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে।’
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘সেহেতু সরকার তাঁকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২(১) ধারার বিধানবলে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২(১) ধারার বিধান অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জনাব এম এ মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে গত ২ মার্চ এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পান এম এ মান্নান। গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নান বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত এম এ মান্নানকে গত বছর ২১ মে চিকিৎসকের পরামর্শে কাশিমপুর কারাগার থেকে ঢাকার বারডেমে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করলে ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করে।
পরে বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মেয়র মান্নান। রিটের শুনানি শেষে গত ১১ এপ্রিল আদালত বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।
এ ছাড়া ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও মেয়র পদ বহাল থাকে এম এ মান্নানের।