মনোনয়ন দাখিলের সময় বাড়বে না : সিইসি
আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য ‘শত নাগরিক কমিটি’ যে দু-তিনদিন সময় বাড়ানোর দাবি জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ আজ বুধবার সন্ধ্যায় কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য সময় বাড়ানো হচ্ছে না। আর সম্ভাব্য যেসব প্রার্থী আত্মগোপনে আছেন, তাদের খুঁজে বের করাও কমিশনের কাজ না।’
এর আগে বিকেলে ‘শত নাগরিক কমিটি’র সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ছয় সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন।
বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমাজউদ্দীন আহমদ জানান, তাঁরা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় দু-তিন দিন বাড়ানোর অনুরোধ করেছেন। সেই সাথে অনেক সম্ভাব্য প্রার্থী বা ভোটার যাঁরা গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে আছেন, নির্বাচনকালে তাঁরা যেন জামিন পেতে পারেন সেই অনুরোধ করেছেন।
এ ব্যাপারে সাংবাদিকরা সিইসির কাছে জানতে চাইলে তিনি মনোনয়নপত্র দাখিলের জন্য সময় না বাড়ানোর ব্যাপারে ইসির সিদ্ধান্তের কথা জানান।