ইতিহাসে অমর হয়ে থাকবেন শেখ হাসিনা : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনা দুটি কাজের জন্য ইতিহাসে অমর হয়ে থাকবেন। একটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, অন্যটি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচার।’
আজ সোমবার বিকেল ৪টায় তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। সম্মেলনে জানানো হয়েছে, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিশ্বসম্মেলন ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ অনুষ্ঠিত হবে। এতে স্টল থাকবে ১৫২টি।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী সরকারের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘২০০৯ সালে যখন শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশের ধারণা দিয়েছিল, তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মশকরা করে বলেছিলেন, হারিকেন দিয়ে কী কম্পিউটার চালানো যাবে? বিদ্যুৎ ছাড়া ডিজিটাল বাংলাদেশ হয় না। কিন্তু আমরা সেটা সম্ভব করে দেখিয়েছি। দেশে বিদ্যুৎ এসেছে, পুরো বাংলাদেশও ডিজিটাল হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই মন্ত্রণালয়ের সচিব শ্যামাপ্রসাদ বেপারী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ারসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।