লেভেল প্লেয়িং ফিল্ড হলে সিটি নির্বাচনে যাবে বিএনপি : মাহবুবুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করলে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে যাবে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার পর বিএনপি নেতা এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, আন্দোলন ও নির্বাচন একসঙ্গে চালাতে চায় তাঁর দল।
স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে আরো শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গত ১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী, আসছে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ ও ২ এপ্রিল। প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এর পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।