রাবি শিক্ষক রেজাউল হত্যার দায় স্বীকার করেছে আইএস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেট তৎপরতা নজরদারিকারী যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ নিজেদের টুইটার অ্যাকাউন্টের এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপের টুইটার বার্তায় বলা হয়, আইএস জঙ্গিগোষ্ঠীর মুখপত্র হিসেবে পরিচিত আমাক এজেন্সি জানিয়েছে, নাস্তিকতাবাদের প্রতি আহ্বান জানানোর কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল করিমকে হত্যা করা হয়েছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে নগরীর শালবাগান এলাকায় রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুস্কৃতকারীরা। পরিবারের সদস্যরা জানান, অধ্যাপক রেজাউল করিম প্রতিদিন বাসা থেকে বের হয়ে শালবাগান মোড়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতেন। পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর ঘাড়ের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।