রামপাল বিদ্যুৎকেন্দ্র করতেই হবে : মুখ্য সচিব
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ বলেছেন, রামপালের তাপ বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবন, আশপাশের মানুষের ও ফসলের কোনো ক্ষতি হবে না। অনেক বেশি উন্নতমানের হবে রামপালের এই তাপ বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্র হতেই হবে।
শনিবার বিকেলে নির্মাণাধীন রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও মংলা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মংলায় সাংবাদিকদের এসব কথা বলেন মুখ্য সচিব।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, উন্নয়নের জন্য বিদ্যুৎ প্রয়োজন। মংলা অর্থনৈতিক অঞ্চল ছাড়াও এখানে ভারতের একটি অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে। সেখানেও বিদ্যুৎ প্রয়োজন। এ ছাড়া মংলাসহ আশপাশে অনেক শিল্পকলকারখানা হয়েছে এবং হচ্ছে। তার জন্যও বিদ্যুৎ লাগবে। কাজেই বিদ্যুৎ নিশ্চিত করার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্রটি করতেই হবে। আগামী ২০১৯ সালের এপ্রিলে চালু হবে এই তাপ-বিদ্যুৎকেন্দ্রটি।
এ সময় বিদ্যুৎকেন্দ্রের কারণ সুন্দরবনের সম্ভাব্য ক্ষতি প্রসঙ্গে মো. আবুল কালাম আজাদ বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে সুন্দরবনের দূরত্ব ১৪ কিলোমিটার। আর হ্যারিটেজ সাইড থেকে ৬০-৭০ কিলোমিটার দূরে। কাজেই সুন্দরবনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই।
মুখ্য সচিব রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও মংলা অর্থনৈতিক অঞ্চল এলাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। এ ছাড়া স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।