অপরাধ করে পালানোর পরিবেশ সৃষ্টি হয়েছে
বাংলাদেশে অপরাধ করে পালিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।
আজ বুধবোর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে বার্নিকাট সাংবাদিকদের এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘জুলহাজের হত্যাকাণ্ডসহ যেসব হত্যাকাণ্ড এ দেশে ঘটেছে তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। জুলহাজ আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন। তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন। ইউএসএআইডির (ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) সঙ্গে কাজ করছিলেন। জুলহাজের হত্যাকাণ্ডের মতো যেসব হত্যার ঘটনা ঘটছে, আমি তাঁকে (স্বরাষ্ট্রমন্ত্রী) সেগুলোর একটি তালিকা দিয়েছি। এই ঘটনাগুলোর তদন্ত বিষয়ে আশানুরূপ কোনো অগ্রগতি নেই। বাংলাদেশে এখন অপরাধ করে পালিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।’
জুলহাজ মান্নানের হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মার্কিন রাষ্ট্রদূত। এ পর্যায়ে কিছু সময় তিনি কথা বলা বন্ধ করেন। আবার কথা বলা শুরু করলে তিনি বলেন, ‘স্বাধীন মত প্রকাশ করলে তাকে হত্যা করা হবে, নিরাপত্তা থাকবে না-এটা কী ধরনের সংস্কৃতি।’
‘বাংলাদেশ আমাদের শক্তিশালী অংশীদার। হত্যা-সন্ত্রাসের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে চায় যুক্তরাষ্ট্র’ যোগ করেন বার্নিকাট।
তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে পদ্ধতি কী হবে-জানতে চাইলে বার্নিকাট বলেন, ‘আমাদের কাছে যেসব তথ্য-উপাত্ত আছে, সেগুলো আমরা বাংলাদেশকে দেব। তদন্তে একসঙ্গে কাজ করব। আমাদের যে অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করব।’
বাংলাদেশের এক দম্পতি যুক্তরাষ্ট্রে মারা গেছেন-এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বার্নিকাট বলেন, ‘আমাদের সরকার এই হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। যুক্তরাষ্ট্র কোনো অপরাধীকে ছাড় দেয় না। তদন্তে শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে। আর অপরাধীও আইনের আওতায় আসবে বলে আশা করছি।’