ময়মনসিংহে মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ গঠিত
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে ময়মনসিংহে ‘মুক্তি পরিষদ’-এর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ কমিটি গঠিত হয়েছে। ৩১ সদস্যের ওই কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক নেতা, মানবাধিকার সংগঠক, আইনজীবী, শিক্ষক নেতা, সাংবাদিক নেতা, সংগীত প্রশিক্ষক, কণ্ঠশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অধ্যাপক আবুল ফয়েজ আহমেদকে আহ্বায়ক এবং মানবাধিকার আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান কেনানকে সদস্য সচিব করে কমিটির গঠন করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন ময়মনসিংহ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহসভাপতি এ বি এম আজিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. সাইফুল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং সংস্কৃতিকর্মী সাইফুল ইসলাম খান রতন।
কমিটিতে সদস্য আছেন ২৫ জন। পরিষদের নেতারা অবিলম্বে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবি জানিয়েছেন।