ঢাকায় মেয়র পদপ্রার্থী চূড়ান্ত হয়নি : এমাজউদ্দিন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দন আহমদ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এমাজউদ্দিনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, 'আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আমরা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছি। ভোটে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপি ইতিবাচক, তবে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।'
অধ্যাপক এমাজউদ্দীনের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় পেশাজীবীদের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ, সাবেক উপ-উপাচার্য এ এফ এম ইউসুফ হায়দার, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ, আইনজীবী ফাহমিদা নাসরিন মুন্নী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নেরে আবদুল হাই শিকদার।
এর আগে গত বুধবার অধ্যাপক এমাজউদ্দীনের নেতৃত্বে বিএনপিপন্থি পেশাজীবীদের ছয় সদস্যের একটি দল নির্বাচন কমিশনে যান। তাঁরা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন।
এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মির্জা আব্বাস এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
গত ১৮ মার্চ ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী, আসছে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ ও ২ এপ্রিল। প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এর পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।