সর্বোচ্চ শাস্তিই নিজামীর প্রাপ্য
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায়ের মধ্য দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। আলবদর ও আলশামস বাহিনীর প্রধান হিসেবে নিজামী ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের হত্যায় সহযোগী হিসেবে সম্পৃক্ত ছিলেন। বিজয়ের অন্তিম মুহূর্তে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছেন। তাই সর্বোচ্চ শাস্তিই ছিল নিজামীর প্রাপ্য।
আজ বৃহস্পতিবার আপিলের রায়ের বিরুদ্ধে করা নিজামীর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যাটর্নি জেনারেল বলেন, পাঁচটি অভিযোগে মতিউর রহমান নিজামীকে আপিল বিভাগ সাজা দিয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজামী রিভিউ আবেদন করেছিলেন। আজ আদালত শুনানি শেষে রিভিউ খারিজ করে দেন। এর ফলে মৃত্যুদণ্ড কার্যকরে সব আইনি প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে।
মাহবুবে আলম বলেন, রিভিউর পূর্ণাঙ্গ রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কারা কর্তৃপক্ষ এটি নিজামীকে পড়ে শোনাবে। এর পর তিনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন, তাহলে শুধু একটি সুযোগই বাকি থাকবে। তবে পূর্ণাঙ্গ রায়ের কপি বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ হওয়ার পর সরকার সিদ্ধান্ত নেবে, তবে রায় কার্যকর হবে।