উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র
সরকারের উন্নয়নে বাধা দিতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে বিক্রমপুর ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই যে উন্নয়নের ধারাটি, এখানে এটাকে বাধা দেওয়ার জন্য দেশীয়, আন্তর্জাতিকভাবে একটা ষড়যন্ত্র চলছে। সেটা আমরা সব সময়ই বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যাত্রা স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যত বাধাই আসুক দেশের সাধারণ মানুষকে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। সব কিছু আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়ে তদন্ত চলছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনামুল হক।