চলছে শেষপর্যায়ের মনোনয়নপত্র সংগ্রহ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এখন চলছে শেষপর্যায়ের মনোনয়নপত্র ফরম সংগ্রহ। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা সংগ্রহ করছেন তাঁদের মনোনয়ন। সেই সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন ছিল আজ শনিবার। আগামীকাল রোববার মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত রয়েছে।
আজ মেয়র পদে দুজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এঁদের মধ্যে মেয়র পদে বাংলাদেশ কল্যাণ পার্টির নগর কমিটির সভাপতি ইলিয়াছ আলী ও আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ রবি মনোনয়ন সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, মনোনয়ন ফরম সংগ্রহের শেষ পর্যায় চলছে। প্রার্থীরা আজ ও আগামীকাল রোববার মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মেয়র পদে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের অধ্যাপক আরিফ মঈনুদ্দিনসহ দুই কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১০ সালের ১৭ জুন।