সাত খুন মামলায় ১০ জনের সাক্ষ্য ও জেরা চলছে
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়।
নিহত জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের স্ত্রী অর্চনা সরকারের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালতে এ মামলার আজকের কার্যক্রম শুরু হয়।
অপর সাক্ষীরা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, নিহত তাজুলের বাবা আবুল খায়ের, নিহত সিরাজুল ইসলাম লিটনের বড় ভাই সাইফুল ইসলাম, ডা. জলিল আহমেদ, ডা. আসাদুজ্জামান, ডা. শেখ ফরহাদ, ডা. মাঈনউদ্দিন, কনস্টেবল আবদুল লতিফ ও মাধব কুমার দেব।
এর আগে মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা থেকে ছয়জনের এবং পরদিন আরো একজনের মরদেহ ভেসে ওঠে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা দুটি মামলা করা হয় ফতুল্লা থানায়।