লক্ষ্মীপুরে মারধর করে শিশু হত্যার অভিযোগ, আটক ২
লক্ষ্মীপুরে এক শিশুশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আলাউদ্দিন (১৪)। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিসমিল্লাহ রোডের আল-আমিন বেকারি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির বাবা আবুল কালাম অভিযোগ করেন, বেকারির মালিক নাছির উদ্দিন রনি ও মোহাম্মদ আল-আমিন তার ছেলেকে মারধর করে হত্যা করেছে।
জিজ্ঞাসাবাদের জন্য রনি ও আল-আমিন আটক করেছে পুলিশ। আলাউদ্দিন বিসমিল্লাহ বেকারিতে সাত-আট মাস ধরে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানান, পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।