সিটি নির্বাচন বাতিলের দাবি কাদের সিদ্দিকীর
আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
আজ শনিবার রাজধানীর মতিঝিলে নিজের প্রতীকী অনশনের ৬০তম দিন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কাদের সিদ্দিকী এ আহ্বান জানান।
বিএনপির প্রতি প্রশ্ন রেখে বঙ্গবীর বলেন, ৫ জানুয়ারির নির্বাচন মেনে নিয়ে বিএনপি যদি সিটি নির্বাচনে অংশ নেয়, তাহলে এতদিনের হরতাল-অবরোধ কেন?
এ সময় কাদের সিদ্দিকী ২০-দলীয় জোটকে সিটি করপোরেশন নির্বাচন বর্জনের আহ্বান জানান।
সভায় আরো অংশ নেন বিকল্পধারার সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাসদ (রব) সভাপতি আ স ম আবদুর রব এবং লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
অবরোধ প্রত্যাহার ও সংলাপের দাবিতে গত ২৮ জানুয়ারি বিকেলে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান শুরু করেন কাদের সিদ্দিকী। দুই নেত্রী দাবি না মানা পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
‘খালেদা জিয়া, অবরোধ প্রত্যাহার করুন, মানুষ বাঁচান। শেখ হাসিনা, আলোচনায় বসুন, দেশ বাঁচান।’ এমন লেখাসংবলিত ব্যানার নিয়ে লাগাতার অবস্থানে রয়েছেন কাদের সিদ্দিকী। তাঁর সঙ্গে দলের অন্য নেতারাও রয়েছেন।
ওই সময় অবস্থানের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘দীর্ঘ অবরোধে যারা দিন আনে দিন খায়, তারা কোনো কাজ করতে পারছে না। তারা তো মরে যাচ্ছে। এ রকম চলতে পারে না। মূল বক্তব্য এটিই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দুজন বসুন। বসে আলোচনা করুন। বেগম খালেদা জিয়াকে বলছি, অবরোধ প্রত্যাহার করুন।’