অগ্রগতির স্বার্থে কুমিল্লায় সিআইডির বিশেষ পুলিশ সুপার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তের অগ্রগতির স্বার্থে কুমিল্লায় গেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ।
আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা সিআইডির কার্যালয়ে পৌঁছেন আবদুল কাহহার আকন্দ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাজী মো. ইব্রাহীমের সঙ্গে মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন তনু হত্যার ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির এই প্রধান।
তনু হত্যা মামলা সিআইডির হাতে ন্যস্ত হওয়ার পর থেকে আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে রহস্য উদঘাটনে সামরিক ও বেসামরিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত দলের একাধিক সদস্য জানিয়েছেন, বিভিন্ন তথ্য যাচাই করে সত্য উদঘাটনের চেষ্টা করছেন তাঁরা। আজ দুপুরের পর কুমিল্লার তিন সংগীতশিল্পীকে তদন্ত দল জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের পাশের একটি জঙ্গলে ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পরের দিন তাঁর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
গত ২৫ মার্চ রাতে মামলাটি পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর হয়। আদালতের নির্দেশে গত ৩০ মার্চ কবর থেকে তনুর লাশ উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়। এর পর গত ৪ এপ্রিল তনুর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের স্পষ্ট আলামত নেই বলে উল্লেখ করা হয়।