‘৫ জানুয়ারির মতো নির্বাচন জনগণ সহ্য করবে না’
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন যদি ৫ জানুয়ারির নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বাংলাদেশের জনগণ তা আর সহ্য করবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। এ সময় তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পরিবেশ তৈরির তাগিদ দেন।
আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা ও শহীদ জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এ মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, ‘৫ জানুয়ারির মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এবার বাংলাদেশের জনগণ আর সহ্য করবে না। অর্থাৎ ইট হেজ টু বি ফ্রি অ্যান্ড ফেয়ার, একসেপটেবল। একসেপটেবল নট অনলি টু আস বাট টু দ্য পিপল আউটসাইড দিস কান্ট্রি।’
আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে নির্বাচন কমিশনের উচিত এখনই নির্বাচনের পরিবেশ তৈরি করা। গণতন্ত্র এখন পুরোপুরি নির্বাসিত উল্লেখ করে বর্তমানে জনগণের স্বাধীনতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন অধ্যাপক এমাজউদ্দীন।
এদিকে প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’। অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এবং পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী প্রমুখ।