সাঁথিয়ায় নিজামীর দাফন সম্পন্ন
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার সাঁথিয়ার মন্মথপুর গ্রামের কবরস্থানে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মা-বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।
নিজামীর জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন।
দাফনের সময় বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন ছিল।
এর আগে আজ ভোরে নিজামীর লাশ মন্মথপুর গ্রামে পৌঁছলে তা গ্রহণ করেন তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন ও ভাতিজা আবদুর রহিম খান।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর পরেই সাঁথিয়ায় আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা নিজামীকে সাঁথিয়ায় কবর না দেওয়ার দাবি জানান।
ফাঁসি কার্যকর হলে রাতে সাঁথিয়া পৌর সদরে আনন্দ মিছিল বের করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কবর খননসহ মরদেহ দাফন সম্পন্ন করেন নিজামীর স্বজনরা। এলাকায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।