বিরোধী দলে থেকে মন্ত্রিত্ব নেওয়া বেআইনি : জি এম কাদের
সংসদে বিরোধী দলে থেকে মন্ত্রিত্ব নেওয়াটা সাংঘর্ষিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জি এম কাদের। গতকাল শনিবার ঢাকায় বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলা আয়োজিত বাংলাদেশ সংলাপে এ মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির নেতা বলেন, ‘নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে তা রাজনৈতিক সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘যদিও নামে বিরোধী দল, কিন্তু কোনো সময় না-ভোট দিতে পারবে না জাতীয় পার্টি। না-ভোট দিতে না পারলে সেটা কখনোই বিরোধী দল হিসেবে গণ্য হবে না। নামে এটা ঘোষণা করা হলেও সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক। আমাদের দেশের সংবিধান এটা কখনো অ্যালাও (অনুমোদন) করে না।’
‘সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় পার্টির মন্ত্রীরা সংসদে ভোট দিলে তাদের সংসদ সদস্যপদই থাকতে পারে না। তা ছাড়া সংসদে সদস্যসংখ্যা কম থাকার কারণেও জাতীয় পার্টির ভূমিকা রাখার সুযোগ কম,’ বলেন জি এম কাদের।
সংলাপে অংশ নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অংশীদার কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহম্মদ ইবরাহিম বলেন, ৫ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে আন্দোলন হচ্ছিল আরেকটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার জন্য। তাই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে তা আন্দোলনের যৌক্তিকতার বিষয়ে কোনো ভূমিকা রাখবে না বলেই মনে করেন তিনি।
এ ছাড়া সংলাপে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক দিলারা চৌধুরী।