চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২০-দলীয় জোট সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। এ সময় রিটার্নিং কর্মকর্তার কাছে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে।
আজ রোববার সকাল ৯টায় নগরীর জুবিলি রোডে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন মনজুর আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর বেলা ১১টায় মনোনয়নপত্র জমা দিতে আসেন আ জ ম নাছির উদ্দিন। তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য ডা. আফছারুল আমিন, নূরুল ইসলাম বিএসসি প্রমুখ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি জানান, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফছারুল আমিন বলেন, ‘কোনো মন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন নাই। যেদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, সেদিন থেকে যদি মন্ত্রী মহোদয় নির্বাচনী কাজে অংশ নেন তাহলে বলা যাবে তিনি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন।’
আচরণবিধি লঙ্ঘন-সংক্রান্ত উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। তিনি বলেন, ‘যে অভিযোগগুলো আমাদের কাছে এসেছে আমরা অবশ্যই তা খতিয়ে দেখব। তবে সুদৃশ্য প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে আমাদের জন্য সুবিধা হয়। যে অভিযোগগুলো আসে, সেগুলো খতিয়ে দেখার পাশাপাশি নিজ উদ্যোগে পুরো নির্বাচনী এলাকার নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখার জন্য ব্যবস্থা নেব।’
আগামী ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং ৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার শেষে ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন।