সিটি নির্বাচনে সমতল পরিবেশ সৃষ্টির দাবি সুজনের
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা ও সমতল পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির। লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও দলের মনোনীত প্রার্থী ঘোষণাকে অগণতান্ত্রিক আচরণ বলে মনে করে সুজন। এ ছাড়া ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা, হামলা, গুমের ঘটনায় অনেক প্রার্থী নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোতে নির্বাচন কমিশনের রেফারির ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মত দিয়েছে সুজন। এ ছাড়া নির্বাচনের আগেই সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
এ সময় সুজন চট্টগ্রামের সভাপতি ড. সিকান্দার খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।