সাত খুন মামলার সাক্ষ্য ও জেরা চলছে
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার সাক্ষ্য ও জেরা চলছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ কার্যক্রম শুরু হয়।
এর আগে আজ সকাল ৯টার মধ্যে প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী খোকন জানান, সকাল পৌনে ১০টায় সিনিয়র জুডিশিয়াল ইসতিয়াক আহমেদের মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়। আজ যুগ্ম জেলা জজ মনোয়ারা বেগম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ, ম্যাজিস্ট্রেট সাঈদুজ্জামান, অ্যাডভোকেট হুমায়ুন কবীর ও সাধারণ নাগরিক মোহাম্মদ আলীর সাক্ষ্য গ্রহণ ও জেরা করার কথা রয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড থেকে অপহৃত হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জনের, পরদিন আরো একজনের মরদেহ ভেসে ওঠে।