সংসদ অবমাননায় এনজিওর নিবন্ধন বাতিলে আইন হচ্ছে
যেকোনো দেশি-বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দেশের সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান সম্পর্কে যাতে কোনো কটূক্তি কিংবা অবমাননা করতে না পারে সেজন্য আইন করতে যাচ্ছে সরকার।
এ বিষয়ে এরই মধ্যে তৈরি করা ‘বৈদেশিক অনুদান আইন-২০১৬’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ বুধবার বিকেলে সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা জানান।
সংসদের আগামী অধিবেশনেই আইনের খসড়াটি উত্থাপন করা হবে উল্লেখ করে প্রবীণ এ পার্লামেন্টারিয়ান বলেন, ‘একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি এনজিও, যারা সরকার দ্বারা নিবন্ধিত এবং যাদের কার্যক্রম তাদের (সরকার) কাছে জবাবদিহি করতে হয়। তারা যদি এ ধরনের কিছু করে তাহলে তো প্রটেক করতে হবে গভর্মেন্টের। পার্লামেন্টকে তো রক্ষা করতে হবে। আমরাও দিয়ে দেব। এনজিওরা যদি সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে কটূক্তি করে তবে সরকার তাদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে।’