নূরজাহান বেগমের দাফন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
নারী সাংবাদিকতার অগ্রদূত ও সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে (৯১) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে পুরান ঢাকার শরৎ গুপ্ত রোডের বাড়িতে জানাজা হবে। পরিবারের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান নূরজাহান বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৫ মে অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ মে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।
নূরজাহান বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
বিশিষ্ট সাংবাদিক ও ‘সওগাত’ সম্পাদক নাসির উদ্দিনের মেয়ে নূরজাহান বেগম তাঁর সম্পাদিত ‘বেগম’ পত্রিকার জন্য খ্যাতি লাভ করেছিলেন।