১ জুন থেকে রুয়েটে ৪০ দিনের ছুটি
গ্রীষ্মকালীন, মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছুটি শুরু হচ্ছে ১ জুন (বুধবার) থেকে। চলবে ১০ জুলাই পর্যন্ত।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন বলেন, আগামী ১ থেকে ৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রুয়েট বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগগুলোর কাজ যথারীতি চলবে।
এ ছাড়া রুয়েটে পবিত্র রমজানের অবকাশ ৬ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে। অবকাশকালীন কোনো প্রকার ক্লাস হবে না। তবে পূর্ব থেকে নির্ধারিত সব বিভাগের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রমজানের অবকাশকালে রুয়েটের অফিসের সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।