সাংসদ মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের সরকারদলীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মামলাটি হয়।
লাঞ্ছনার শিকার উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের নির্দেশসংবলিত চিঠিটি বৃহস্পতিবার রাতে বিশেষ বাহক মারফত বাঁশখালী থানায় পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান, তাঁর রাজনৈতিক সচিব তাজুল ও স্থানীয় ওলামা লীগ সভাপতি আখতারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ৪ জুন অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাঁশখালীর বিভিন্ন কেন্দ্রে পছন্দের লোকদের প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দিতে বলেছিলেন মোস্তাফিজুর রহমান। তাঁর আদেশ না মানায় ১ জুন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এ ঘটনায় জেলা নির্বাচন অফিস থেকে কমিশনে জানানো হলে ওই দিনই নির্বাচন কমিশন বাঁশখালীর ১১টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। একই সঙ্গে ঘটনার ব্যাপারে বাঁশখালী থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।