১১ কোটি ৬০ লাখ সিমের পুনর্নিবন্ধন : তারানা হালিম
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, গত ৩১ মে মধ্যরাত পর্যন্ত ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে ১১ কোটি ২১ লাখ সিমের বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ রোববার তাঁর মন্ত্রণালয়ের অফিস কক্ষে সেলুলার ফোন অপারেটরস প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ৩১ মের পর বায়োমেট্রিক পদ্ধতিতে আরো ৩৮ লাখ সিমের পুনর্নিবন্ধন করা হয়েছে। ফলে এ পর্যন্ত প্রায় ১১ কোটি ৬০ লাখ সিমের পুনর্নিবন্ধন হয়েছে।
তারানা হালিম জানান, পুনর্নিবন্ধন না করায় প্রায় এক কোটি ৬০ লাখ সিম অকার্যকর করা হয়েছে।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফাইজুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।