এবার পুরোহিত হত্যার দায় স্বীকার ‘আইএসের’
ঝিনাইদহে হিন্দু পুরোহিতকে হত্যা করার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট (আইএস)’। আজ মঙ্গলবার সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আইএসের কথিত সংবাদ সংস্থা ‘আমাক’-এর বরা দিয়ে এ খবর জানিয়েছে।
আজই সকালে ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা ভাগাড় এলাকায় আনন্দ গোপাল গাঙ্গুলী (৬৫) নামের পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
আনন্দ গোপাল ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে নলডাঙ্গা এলাকার সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে মহিষাডাঙ্গা ভাগাড় এলাকায় মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।