সংসদে ভূমিমন্ত্রী
দেশে ৬ হাজার একর সম্পত্তি পরিত্যক্ত
সারা দেশে ছয় হাজার ৬৮ একর সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সদস্য রিফাত আমিনের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে পরিত্যক্ত ছয় হাজার ৬৮ একর সম্পত্তির মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঁচ হাজার ৪৬৫ একর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ৪৯৩, বাণিজ্য মন্ত্রণালয়ে ৯৩, শিল্প মন্ত্রণালয়ে ২, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ১, তথ্য মন্ত্রণালয়ে দশমিক ২৪২০ একর, ধর্ম মন্ত্রণালয়ে দশমিক ২৫ একর, রেলওয়ে মন্ত্রণালয়ে প্রায় ৯ একর এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ২ একর সম্পত্তি পরিত্যক্ত রয়েছে।
পরিত্যক্ত এসব সম্পত্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ব্যবস্থাপনাধীনে সরকারের দখল ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান মন্ত্রী।