বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে আরো পাঁচ লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আজ শনিবার আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৬ তে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৃতীয় দিনের মতো আজ ভোরে উদ্ধার কাজ শুরু করলে লাশগুলো পাওয়া যায়। উদ্ধারের পর লাশগুলো ফতুল্লার আলীগঞ্জ মাঠে রাখা হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আবদুস সামাদ, হাবিব, ঝন্টু ও কাজল। তাঁরা সবাই ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মমতাজ উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে তল্লাশি চালিয়ে এই লাশগুলো পরপর পাওয়া যায়। আত্মীয়স্বজন এলে লাশ হস্তান্তর করা হবে।
এদিকে বুড়িগঙ্গার তীরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনো স্বজনরা নদীর পাড়ে অপেক্ষা করছে।
গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চাঁদপুরের বেলতলী ল্যাংটার মেলা থেকে ৭০-৮০ জন যাত্রী নিয়ে ‘সাথীবুল বাহার-২’ ট্রলারটি ঢাকায় যাচ্ছিল। পথে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ফতুল্লা মডেল থানার পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ওই দিন আটজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার আরো তিনজনের লাশ পাওয়া যায়।