কুষ্টিয়ায় দুই চেয়ারম্যানসহ ১৮ জন আটক
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনের ডাকে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। এদিকে, বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ এবং মনোহরদিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হায়াত আলী।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বিভিন্ন সময়ে নাশকতা করার অভিযোগে তাঁর থানার পুলিশ বিএনপির ১০ জন ও জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে।
এ ছাড়া কুষ্টিয়া মডেল থানার পুলিশ বিএনপির দুজন এবং কুমারখালী থানার পুলিশ বিএনপির এক কর্মীকে আটক করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ বলেন, গত সোমবার ঝিনাইদহের শৈলকুপা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ৩৬ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে, হরতালের শুরুতে কুষ্টিয়া থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ও কুষ্টিয়া জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত হরতাল আহ্বানকারী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি।