কালীগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার আরিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ সোমবার ভোরে ঢাকা থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম এবং পুবাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরেফিন জানান, ভোর থেকে উদ্ধারকাজ চলছে। ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে। উদ্ধারকাজ শেষ হলেই এ রুটে ট্রেন চলাচল শুরু হবে।