ঈদের টিকেট বিক্রি ২২ জুন শুরু
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২২ জুন থেকে। আগাম টিকেট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত (২৬ জুন)। পাশাপাশি ফিরতি টিকেট বিক্রি শুরু হবে আগামী ৪ জুলাই থেকে।
আজ বুধবার রাজধানীর রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের টিকেট। এরপর ২ থেকে আগামী ৫ জুলাইয়ের অগ্রিম টিকেট যথাক্রমে আগামী ২৩ থেকে আগামী ২৬ জুন সংগ্রহ করা যাবে। ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে এ টিকেট বিক্রি হবে।
একজন যাত্রী চারটির বেশি টিকেট কিনতে পারবেন না। এ ছাড়া বিক্রিত টিকেট ফেরত নেওয়া হবে না। টিকেট বিক্রি করা হবে প্রতিদিন সকাল ৮টা থেকে।
ঈদ-পরবর্তী সময়ে ফিরতি টিকেট বিক্রি শুরু হবে আগামী ৪ জুলাই থেকে। ৪ জুলাই বিক্রি হবে আগামী ৮ জুলাইয়ের টিকেট। আগামী ৯ থেকে আগামী ১২ জুলাইয়ের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে যথাক্রমে আগামী ৫ থেকে আগামী ৮ জুলাই। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ফিরতি টিকেট বিক্রি হবে।
রেলমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। তিনি আরো বলেন, ‘যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত কাজ করবে। ট্রেন শিডিউলের যেন বিপর্যয় না হয় সেদিকে লক্ষ রাখা হবে।’ একই কারণে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নিদের্শ দিয়েছেন রেলমন্ত্রী।
মুজিবুল হক জানান, টিকেটের কালোবাজারি প্রতিরোধে র্যাপডি অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টহল দেবে।
সংবাদ সম্মেলনে রেলপথ সচিব ফিরোজ সালাহ উদ্দিনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।